নিউজ ডেস্ক।।
শেরপুরের ঝিনাইগাতীতে ১ লা মে আন্তর্জাতিক মহান মে দিবস র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে পালিত হয়েছে।
এ উপলক্ষে আজ বুধবার শেরপুর জেলা ট্রাক মিনিট্রাক, ড্রামট্রাক, ট্যাংকলড়ি ও কভার্ডভ্যান চালক শ্রমিক ইউনিয়ন রেজি নং ঢাকা ৩২৭৭এর আয়োজনে সকাল ১১ ঘটিকায় এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। পরে সংগঠনের ঝিনাইগাতী উপজেলা কার্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ আল মাসুদ ভূঁইয়া।
জেলা ট্রাক মিনিট্রাক, ড্রাম ট্রাক, ট্যাংকলড়ি ও কাভার্ডভ্যান চালক শ্রমিক ইউনিয়নের ঝিনাইগাতী উপজেলা শাখার সভাপতি মোঃ সিরাজুল করিম এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ঝিনাইগাতী উপজেলার সহকারী কমিশনার ভূমি মোঃ আশরাফুল কবির ও ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ মোঃ বছির আহমেদ বাদল।