দৈনিক শেরপুর ডেস্ক :
শেরপুরে শাহীন স্কুলের আয়োজনে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। ৭ জানুয়ারি (মঙ্গলবার) সকালে শহরের সজবরখিলাস্থ শাহীন স্কুল মাঠে এ উৎসব অনুষ্ঠিত হয়।
সম্প্রতি শাহীন স্কুল এর আয়োজনে জেলার ১৩০ টি স্কুলের প্রথম থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীদের মাঝে টেনেল্টপুল ও সাধারণ জ্ঞানের পৃথক দু’টি গ্রুপে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় বিজয়ী ২৪৬ জন শিক্ষার্থী পুরস্কার প্রদান করা হয়।
শাহীন স্কুল জামালপুর শাখার অধ্যক্ষ মোঃ আব্দুল গফুর এর সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শাহীন শিক্ষা পরিবারের চেয়ারম্যান মুহম্মদ মাছুদুল আমীন শাহীন।
তিনানী বাজার শাখার পরিচালক খায়রুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শাহীন স্কুলের সজবরখিলাস্থ শাখা পরিচালক মোঃ মাজহারুল ইসলাম হিমেল।
প্রতি বছরের ন্যায় এবারও পিঠা উৎসব আয়োজন করে শাহীন স্কুল। এতে আটটি স্টলে ভাপা, পুলি, চিতই, পাটিসাপটা, তেলের পিঠা, মোঠা পিঠা, ফুল পিঠা, মাংসপুলি, মাছ পিঠা, মিষ্টি কুমড়া পিঠা, আপেল পিঠা, বেগুনি পিঠা, ভেজিটেবল রোল, নকশী পিঠা, চিকেন রোল, পোয়া পিঠা, লেমন পিঠা, বরফি পিঠা, গোলাপজাম, কদম ভোগ সহ প্রায় শতাধিক রকমের বাহারি পিঠা পসরা বসানো হয়।
এসময় স্কুলের শিক্ষার্থী অভিভাবক এবং শহরের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ওই পিঠা উৎসবে এসে পিঠা কিনে খান এবং কেও কেও বাড়ির জন্য নিয়ে যাযন।