তিতুমীরে মূল ফটকে ‘বিশ্ববিদ্যালয়’ ব্যানার টানাল শিক্ষার্থীরা  

ছবি: সংগৃহীত

নিউজ ডেস্ক :

 

রাজধানীর তিতুমীর কলেজের প্রধান ফটকে ‘তিতুমীর বিশ্ববিদ্যালয়’ নামে একটি ব্যানার টাঙিয়েছে শিক্ষার্থীরা। মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুর সাড়ে বারোটায় এ ব্যানার টাঙ্গিয়ে দ্রুত এই দাবি বাস্তবায়নের আহ্বান জানানো হয়েছে। 

ব্যানার টানানোর পর শিক্ষার্থীরা বলেন, তিতুমীর কলেজের বিশাল অবকাঠামো, ব্যবস্থাপনা এবং বিপুল শিক্ষার্থীর সংখ্যা এই প্রতিষ্ঠানকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের জন্য যথেষ্ট যোগ্য করে তোলে। তারা আরও বলেন, ব্যানার টানেলেই তো একটা কলেজ বিশ্ববিদ্যালয় হয়ে যায় না। শিক্ষা মন্ত্রণালয় থেকে বার বার আশ্বাস প্রদান করা হলেও এখনো পর্যন্ত দৃশ্যমান কোনো পদক্ষেপ না নেয়ায় প্রতিবাদ জানাতেই এই ব্যানার টানানো হয়েছে।

জানা যায়, তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের সম্ভাব্যতা যাচাইয়ে জন্য শিক্ষা মন্ত্রণালয় ইতোমধ্যে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করেছে।

ওই কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের একজন সদস্য। কমিটির সদস্য হিসেবে থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন), জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলরের মনোনীত একজন প্রো-ভাইস চ্যান্সেলর এবং বিশ্ববিদ্যালয়-২ অধিশাখার যুগ্মসচিব। এছাড়া, সদস্যসচিব হিসেবে দায়িত্বে রয়েছেন সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখার উপসচিব।

এখনো পর্যন্ত কোনো সুনির্দিষ্ট তথ্য প্রকাশ না হ‌ওয়ায় পুনরায় বিক্ষোভ সমাবেশ করেছেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের একাংশ জানান, তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে উন্নীত করার জন্য দীর্ঘদিন ধরে দাবি জানানো হলেও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। তাদের মতে, তিতুমীর কলেজেকে বিশ্ববিদ্যালয় করা হলে শিক্ষার মান আরও উন্নত হবে এবং উচ্চশিক্ষার সুযোগ বৃদ্ধি পাবে।

এই ক্যাটাগরি থেকে আরো দেখুন...

শেরপুর পৌরসভায় বিশেষায়িত গ্রন্থাগার উদ্বোধন 

  মো. নমশের আলম :    শেরপুরে বিশেষায়িত ‘শেরপুর পৌরসভা গ্রন্থাগার’ উদ্বোধন করা হয়েছে। ২০ জানুয়ারি সোমবার দুপুরে পৌরসভার প্রায় দেড়শ বছরের পুরাতন ঐতিহাসিক ‘চারু ভবনে’ এ গ্রন্থাগার উদ্‌বোধনী অনুষ্ঠানে…

বিস্তারিত পড়ুন...

শেরপুরে জ্ঞানের আলো ছড়াচ্ছে ‘সাইলেন্ট বুক রিডিং’

নিজস্ব প্রতিনিধি :  ইন্টারনেট ও ফেইসবুকের যুগে যখন দেশের তরুণ সমাজ বুদ হয়ে থাকে নেতিবাচক নেশায় ঠিক তখনই শেরপুরে একদল তরুণ লেখক জ্ঞানের আলো ছড়াচ্ছেন “সাইলেন্ট বুক রিডিং” এর কাগজের…

বিস্তারিত পড়ুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

খেলার খবর

শেরপুরে অনুর্ধ-১৭ জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন   

শেরপুরে অনুর্ধ-১৭ জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন   

নকলায় সরকারি কর্মকর্তা-কর্মচারী ও সন্তানদের ক্রীড়া প্রতিযোগিতা

নকলায় সরকারি কর্মকর্তা-কর্মচারী ও সন্তানদের ক্রীড়া প্রতিযোগিতা

শেরপুরে ফুটবল খেলোয়াড় বাছাই প্রতিযোগিতা অনুষ্ঠিত  

শেরপুরে ফুটবল খেলোয়াড় বাছাই প্রতিযোগিতা অনুষ্ঠিত  

শেরপুরে ক্রিকেট প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

শেরপুরে ক্রিকেট প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

শেরপুর সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

শেরপুর সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

ভুটানকে ৭-১ গোলে হারিয়ে সাফ ফুটবলের ফাইনালে বাংলাদেশ 

ভুটানকে ৭-১ গোলে হারিয়ে সাফ ফুটবলের ফাইনালে বাংলাদেশ