ছবি: সংগৃহীত
নিউজ ডেস্ক :
রাজধানীর তিতুমীর কলেজের প্রধান ফটকে ‘তিতুমীর বিশ্ববিদ্যালয়’ নামে একটি ব্যানার টাঙিয়েছে শিক্ষার্থীরা। মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুর সাড়ে বারোটায় এ ব্যানার টাঙ্গিয়ে দ্রুত এই দাবি বাস্তবায়নের আহ্বান জানানো হয়েছে।
ব্যানার টানানোর পর শিক্ষার্থীরা বলেন, তিতুমীর কলেজের বিশাল অবকাঠামো, ব্যবস্থাপনা এবং বিপুল শিক্ষার্থীর সংখ্যা এই প্রতিষ্ঠানকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের জন্য যথেষ্ট যোগ্য করে তোলে। তারা আরও বলেন, ব্যানার টানেলেই তো একটা কলেজ বিশ্ববিদ্যালয় হয়ে যায় না। শিক্ষা মন্ত্রণালয় থেকে বার বার আশ্বাস প্রদান করা হলেও এখনো পর্যন্ত দৃশ্যমান কোনো পদক্ষেপ না নেয়ায় প্রতিবাদ জানাতেই এই ব্যানার টানানো হয়েছে।
জানা যায়, তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের সম্ভাব্যতা যাচাইয়ে জন্য শিক্ষা মন্ত্রণালয় ইতোমধ্যে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করেছে।
ওই কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের একজন সদস্য। কমিটির সদস্য হিসেবে থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন), জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলরের মনোনীত একজন প্রো-ভাইস চ্যান্সেলর এবং বিশ্ববিদ্যালয়-২ অধিশাখার যুগ্মসচিব। এছাড়া, সদস্যসচিব হিসেবে দায়িত্বে রয়েছেন সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখার উপসচিব।
এখনো পর্যন্ত কোনো সুনির্দিষ্ট তথ্য প্রকাশ না হওয়ায় পুনরায় বিক্ষোভ সমাবেশ করেছেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের একাংশ জানান, তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে উন্নীত করার জন্য দীর্ঘদিন ধরে দাবি জানানো হলেও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। তাদের মতে, তিতুমীর কলেজেকে বিশ্ববিদ্যালয় করা হলে শিক্ষার মান আরও উন্নত হবে এবং উচ্চশিক্ষার সুযোগ বৃদ্ধি পাবে।