ছবি: দৈনিক শেরপুর; শেরপুরে শিক্ষার্থীদের দক্ষতা যাচাই প্রতিযোগিতার পুরস্কার বিতরণঅনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রধান অতিথি।
নিজস্ব প্রতিনিধি :
শেরপুরে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে জেলা পর্যায়ে বাংলা ও ইংরেজি বিষয়ে পঠন দক্ষতা এবং গণিত বিষয়ের মৌলিক দক্ষতা যাচাই প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে বুধবার (৬ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় শেরপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মঞ্চে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শেরপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে ও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. ওবায়দুল্লাহ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন প্রধান অতিথি ময়মনসিংহ জাতীয় প্রাথমিক শিক্ষা অ্যাকাডেমির মহাপরিচালক ফরিদ আহমদ, বিশেষ অতিথি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল্লাহ আল মাহমুদ ভুঁইয়া।
এছাড়াও বক্তব্য রাখেন সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আক্রাম হোসেন, সহকারী শিক্ষা কর্মকর্তা মো. মনিরুজ্জামান, শেরপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকসানা আজমেরী, পুরস্কারপ্রাপ্ত শেরপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণি শিক্ষার্থী রোদসী হাসান, শ্রীবরদীর গোপালখিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির শিক্ষার্থী তাসনীম আহম্মেদ দিয়া প্রমুখ।
এসময় বক্তারা শিক্ষার মানোন্নয়নে নানা দিক তুলে ধরেন। পরে বাংলা ও ইংরেজি বিষয়ে পঠন দক্ষতা এবং গণিত বিষয়ে মৌলিক দক্ষতা যাচাই প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার হিসেবে ক্রেস্ট তুলে দেন ময়মনসিংহ জাতীয় প্রাথমিক শিক্ষা অ্যাকাডেমির মহাপরিচালক ফরিদ আহমদ। প্রতিযোগিতা অনুষ্ঠানে ৩য়, ৪র্থ ও ৫ম শ্রেণির মোট ২৭ জন বিজয়ী শিক্ষার্থীকে ক্রেস্ট প্রদান করা হয়।
প্রতিযোগিতা অনুষ্ঠানে জেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকসহ শিক্ষার্থীদের অভিভাবক ও শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।