নিউজ ডেস্ক।।
আগামী ১৩ এপ্রিল শনিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে শেরপুরের ঝিনাইগাতীর ঐতিহ্যবাহী ‘মালিঝিকান্দা উচ্চ বিদ্যালয়’ এর “৭৫ বছর পূর্তি ও পুনর্মিলনী” উৎসব।
এ উপলক্ষে সকল ৮ টা থেকে রাত ১০ টা পর্যন্ত সারা দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সকাল ১০.৫০ গটিকায় “৭৫ বছর পূর্তি ও পুনর্মিলনী” অনুষ্ঠানের শুভ উদ্বোধন করবেন প্রধান অতিথি জনাব মোঃ ফরিদুল হক খান এমপি, মাননীয় মন্ত্রী, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
অনুসন্ধানে বিকাল ৫ টা থেকে রাত ১০ ঘটিকা পর্যন্ত স্থানীয় ও অতিথি শিল্পীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন–
জনাব মোঃ ফরিদুল হক খান এমপি, মাননীয় মন্ত্রী, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন–
জনাব এ ডি এম শহিদুল ইসলাম এমপি, ১৪৫, শেরপুর-৩।
জনাব রিয়ার অ্যাডমিরাল (অব:) মোঃ খুরশেদ আলম, সচিব, মেরিটাইম অ্যাফেয়ার্স ইউনিট, পররাষ্ট্র মন্ত্রণালয়।
জনাব মোঃ নজরুল ইসলাম, সচিব (অব:), সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ।
জনাব মোঃ আবদুস সামাদ, সাবেক সিনিয়র সচিব, নৌ-পরিবহণ মন্ত্রণালয় ও চেয়ারপার্সন, সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন।
জনাব প্রফেসর ড. সৌমিত্র শেখর, উপাচার্য, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ।
জনাব আব্দুল্লাহ আল খায়রুম, জেলা প্রশাসক, শেরপুর।
জনাব মোনালিসা বেগম পিপিএম, পুলিশ সুপার, শেরপুর।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন অত্র বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী– জনাব ইঞ্জিনিয়ার মোঃ আব্দুর রাজ্জাক, আহ্বায়ক, “৭৫ বছর পূর্তি ও পুনর্মিলনী-২০২৪” অনুষ্ঠান ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী, ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।