ডেস্ক রিপোর্ট।।
জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে মধ্যে দিয়ে শুরু হয়েছে আইপিএল ক্রিকেট ২০২৪।উদ্বোধনী খেলায় জয় দিয়ে আইপিএল অভিযান শুরু করল গত বারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস। ঘরের মাঠে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে ৬ উইকেটে হারাল তারা।
এদিকে আইপিএলে চেন্নাই এর হয়ে নিজের প্রথম ম্যাচেই টপ অর্ডারের ৪ উইকেট তুলে নেন কাটার মাষ্টার মোস্তাফিজুর রহমান।চেন্নাই সুপার কিংসের জার্সিতে প্রথম ম্যাচেই জিতে নিয়েছেন ম্যাচসেরার পুরস্কার।
৪ ওভারে বেঙ্গালুরুর রান তখন কোন উইকেট না হারিয়ে ৩৭। বেঙ্গালুরু তখন রীতিমতো উড়ছিল। ৫ ম ওভারেই চেন্নাইয়ের অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড় বোলিংয়ে আনেন মোস্তাফিজকে। মোস্তাফিজুর রহমান তার প্রথম ওভারেই বেঙ্গালুরুর অধিনায়ক ডু প্লেসিকে ও রজত পাতিদারকে আউট করেন। এরপর ১২তম ওভারে আবার ফিরে এসে বিরাট কোহলির এবং নেন ক্যামেরন গ্রিনের উইকেট তুলে নেন। ২ ওভারে ৪ উইকেট পেতে মোস্তাফিজ রান দিয়েছেন ৭টি।