নিজস্ব প্রতিনিধি :
শেরপুরে ফুটবল খেলোয়াড় বাছাই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ২৬ ডিসেম্বর বুধবার সকালে শেরপুর সরকারি কলেজ মাঠে এ বাছাই প্রতিযোগিতা উদ্বোধন করেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।
ক্রীড়া পরিষদের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় ডেভলপমেন্ট কাপ ফুটবল টুর্নামেন্ট (বালক, অনূর্ধ্ব-১৫) বাস্তবায়নের জন্য বিভাগীয় দল গঠনের লক্ষ্যে জেলা পর্যায়ে এ খেলোয়াড় বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে ক্রীড়াবিদ জিন্নত আলীর সঞ্চালনায় অন্যান্য অতিথির মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ রাজীব-উল-আহসান, মডেল গার্লস ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এ.বি.এম. মামুনুর রশীদ পলাশ, জেলা ক্রীড়া অফিসার ধীরেন্দ্র চন্দ্র সরকার, শেরপুর প্রেসক্লাবের কার্যকরী সভাপতি রফিক মজিদ প্রমুখ।
প্রতিযোগিতায় প্রায় ৬৭ জন অনূর্ধ্ব ১৫ বছর বয়সী বালকরা অংশগ্রহণ করে। পরে এদের মধ্য থেকে বিভাগীয় পর্যায়ের জন্য ১০ জনকে বাছাই করা হয়। এই ১০ জন থেকে পরবর্তীতে বিভাগীয় দল গঠনে খেলোয়াড় চূড়ান্ত করা হবে।