ভুটানকে ৭-১ গোলে হারিয়ে সাফ ফুটবলের ফাইনালে বাংলাদেশ 

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক :

 

তহুরার হেট্রিকে সাফ মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ভুটানকে ৭-১ গোলে পরাজিত করে ফাইনালে পৌঁছে গেল বাংলাদেশ। আজ রবিবার (২৭ অক্টোবর) দশরথ স্টেডিয়ামে সাফ মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপের প্রথম সেমিফাইনালে ভুটানের মুখোমুখি হয় তারা। 

বিজ্ঞাপন

 

এদিন তাদের প্রতিপক্ষ ভুটানের বিরুদ্ধে অপ্রতিরোধ্য হয় উঠে বাংলাদেশ দল ম্যাচ জুড়ে তাদের আক্রমণাত্মক দক্ষতা প্রদর্শন করে।

শুরু থেকেই আগ্রাসী ফুটবল খেলে মাত্র সাত মিনিটের মধ্যে জাল খুঁজে নেয় বাংলাদেশ। তহুরার কাছ থেকে পাস পেয়ে বক্সের বাইরে থেকে জোরালো শটে গোল করেন ঋতুপর্ণা চাকমা। ১-০ গোলের লিড নিয়েও বাংলাদেশ দলের খেলার গতি কমেনি।

বিজ্ঞাপন

 

১৫ তম মিনিটে, একটি সুন্দর নিয়ন্ত্রিত ড্রিবল এবং পেনাল্টি এলাকার বাইরে থেকে চমকপ্রদ শটে দ্বিতীয় গোলটি করেন তহুরা খাতুন। ২৬তম মিনিটে অধিনায়ক সাবিনা খাতুন ডান দিক থেকে একটি ক্রস পেয়ে গোল করে দলকে আর‌ও একধাপ এগিয়ে নেন ৩-০। ৩৬তম মিনিটে, তহুরা দূর থেকে নিয়ন্ত্রিত শটে নিজের ২য় এবং দলের ৪র্থ গোলটি করেন।

বিজ্ঞাপন

 

এর মাত্র ১ মিনিট পরে অধিনায়ক সাবিনা ৩৭তম মিনিটে দ্বিতীয় গোল করলে দলের স্কোর দাঁড়ায় ৫-০। মিডফিল্ড থেকে বল নিয়ে অসাধারণ দক্ষতায় গোলরক্ষককে আউট করে বলটিকে  জালে পাঠান তিনি।

এরপর খেলার ৪১তম মিনিটে ভুটান তাদের একমাত্র গোলটি করতে সক্ষম হয়। প্রথমার্ধে ৫-১ গোলে এগিয়ে থাকে বাংলাদেশ।

দ্বিতীয়ার্ধে বাংলাদেশ তাদের নিয়ন্ত্রণ বজায় রাখলেও সম্ভবত ফাইনালের জন্য শক্তি সঞ্চয় করে রাখতে তারা ধীরগতির ফুটবল খেলে। তবে ৫৮ মিনিটে মনিকা চাকমার পাস থেকে বল পেয়ে চতুর চিপ শটে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন তহুরা।

বাংলাদেশ দলের সপ্তম গোলটি করেন ডিফেন্ডার মাসুরা পারভীন। সানজিদার নেওয়া কর্নার কিক থেকে শক্তিশালী হেডে গোলটি করেন তিনি। লিড বাড়ানোর আরও বেশ কয়েকটি সুযোগ পেলেও বাংলাদেশ ৭-১ গোলে জয় নিয়ে ম্যাচটি শেষ করে টুর্নামেন্টের ফাইনালে জায়গা নিশ্চিত করে।

উল্লেখ্য মালদ্বীপের বিরুদ্ধে ১৩-০ গোলে জয়ের মাধ্যমে সেমিফাইনালে উঠে ভুটান। অন্যদিকে বুধবার কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে ভারতের বিপক্ষে ৩-১ গোলে জয় পেয়ে সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ।

এই ক্যাটাগরি থেকে আরো দেখুন...

নকলায় সরকারি কর্মকর্তা-কর্মচারী ও সন্তানদের ক্রীড়া প্রতিযোগিতা

  নকলা (শেরপুর) প্রতিনিধি:   শেরপুরের নকলায় উপজেলা পর্যায়ে সরকারি কর্মকর্তা-কর্মচারী ও তাদের সন্তানদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ জানুয়ারি) দিনব্যাপি উপজেলা প্রশাসনের আয়োজনে নকলা সরকারি পাইলট উচ্চ…

বিস্তারিত পড়ুন...

শেরপুরে ফুটবল খেলোয়াড় বাছাই প্রতিযোগিতা অনুষ্ঠিত  

  নিজস্ব প্রতিনিধি :   শেরপুরে ফুটবল খেলোয়াড় বাছাই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ২৬ ডিসেম্বর বুধবার সকালে শেরপুর সরকারি কলেজ মাঠে এ বাছাই প্রতিযোগিতা উদ্বোধন করেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান। …

বিস্তারিত পড়ুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

খেলার খবর

নকলায় সরকারি কর্মকর্তা-কর্মচারী ও সন্তানদের ক্রীড়া প্রতিযোগিতা

নকলায় সরকারি কর্মকর্তা-কর্মচারী ও সন্তানদের ক্রীড়া প্রতিযোগিতা

শেরপুরে ফুটবল খেলোয়াড় বাছাই প্রতিযোগিতা অনুষ্ঠিত  

শেরপুরে ফুটবল খেলোয়াড় বাছাই প্রতিযোগিতা অনুষ্ঠিত  

শেরপুরে ক্রিকেট প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

শেরপুরে ক্রিকেট প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

শেরপুর সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

শেরপুর সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

ভুটানকে ৭-১ গোলে হারিয়ে সাফ ফুটবলের ফাইনালে বাংলাদেশ 

ভুটানকে ৭-১ গোলে হারিয়ে সাফ ফুটবলের ফাইনালে বাংলাদেশ 

১০ বলে ৬ রানে আউট রোহিত। হাসানের তোপে ৪ উইকেট হারিয়ে চাপে ভারত

১০ বলে ৬ রানে আউট রোহিত।  হাসানের তোপে ৪ উইকেট হারিয়ে চাপে ভারত