মো. নূর ই আলম চঞ্চল :
শেরপুরে শহিদ ইছা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯শে জুলাই) বিকাল ৫ টার পৌর শহরের বারাক পাড়া টাওয়ার সংলগ্ন মাঠে অনুষ্ঠিত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ মো. ছানুয়ার হোসেন ছানু।
শহিদ ইছা স্মৃতি ফাউন্ডেশনের আহ্বায়ক মো. ওয়াসিম আকরামের সভাপতিত্বে ও সদস্য সচিব আলহাজ মো. খোরশেদ আলম ইয়াকুব এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন শেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান জননেতা আলহাজ মো. হুমায়ুন কবির রুমান।
এতে সম্মানিত অতিথি ছিলেন সদর উপজেলার সাবেক ভাইস-চেয়ারম্যান মোহাম্মদ বায়েযীদ হাছান। বিশেষ অতিথি ছিলেন প্যানেল মেয়র মো. কামাল হোসেন, চরশেরপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. সেলিম রেজা, চরমোচারিয়া ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ এস.এম সাব্বির আহমেদ খোকন, ৮নং ওয়ার্ডের সাবে কাউন্সিলর মো. তৌহিদুর রহমান বিদ্যুৎ, সমাজ সেবক মো. মমতাজ আলী, জেলা যুবলীগ নেতা মো. আব্দুল মতিন ও জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. নাজমুল ইসলাম সম্রাট।
হাজার হাজার ফুটবল প্রেমী দর্শকের উপস্থিতিতে অনুষ্ঠিত ফাইনাল খেলায় অংশগ্রহণ করে মীরগঞ্জ মেইন সিটি ক্লাব ও মীরগঞ্জ মুক্তি সংঘ একাদশ। নির্ধারিত সময়ে খেলাটি ২-২ গোলে অমিমাংসিত থাকে। ফলে টাইব্রেকারে ফলাফল নির্ধারিত হয়। এতে মীরগঞ্জ মেইন সিটি ক্লাব ১-০ গোলে জয়ী হয়ে চ্যাম্পিয়ন হয়।
খেলা শেষে চ্যাম্পিয়ন দলকে ৪০ হাজার টাকা প্রাইজমানিসহ চ্যাম্পিয়ন ট্রফি প্রদান করা হয়। অপরদিকে রানার্স আপ দলকে ২০ হাজার টাকা প্রাইজমানিসহ রানার্সআপ ট্রফি প্রদান করা হয়।