ঝিনাইগাতী মুক্ত দিবস আজ 

 

নিজস্ব প্রতিবেদক :

 

আজ ৪ ডিসেম্বর “ঝিনাইগাতী” মুক্ত দিবস। ১৯৭১ সালের আজকের এই দিনে পাক-হানাদার বাহিনীকে পরাজিত করে মিত্র বাহিনীর সহয়তায় বীর মুক্তিযোদ্ধারা ঝিনাইগাতী অঞ্চলকে শক্রমুক্ত করে।

মুক্তিযুদ্ধ শুরুর পর ২৬ এপ্রিল পর্যন্ত ঝিনাইগাতী শত্রু মুক্ত ছিল। ২৭ এপ্রিল পাক সেনাদের বহর গোলা বর্ষন করতে করতে ঝিনাইগাতী বাজারে পৌছায়। ঝিনাইগাতী ঢুকেই আওয়ামী লীগ অফিস আগুনে পুড়িয়ে দেয়। গাড়ী বহর নিয়ে রাংটিয়া পাহাড় পর্যন্ত গিয়ে আবার পিছনে ফিরে এসে ঐদিন বিকালেই কোয়ারীরোডে পাক বাহিনী ক্যাম্প স্থাপন করে। পরে ঝিনাইগাতীর এক মাইল দক্ষিণে আহম্মদনগর হাই স্কুলে তাদের সেক্টর হেড কোর্য়াটার স্থাপন করে।

আহম্মদনগর ক্যাম্পটি ছিল মুক্তিযোদ্ধাদের ১১নং সেক্টরের বিপরীতে পাক বাহিনীর ব্রহ্মপুত্র নদের উত্তরে একমাত্র সেক্টর হেড কোর্য়াটার। এর দায়িত্বে ছিলেন মেজর রিয়াজ। এছাড়া পাক বাহিনী কালিবাড়ী বাজার, শালচূড়া, নকশি, হলদীগ্রাম, তাওয়াকোচা, মোল্লাপাড়ায় ক্যাম্প স্থাপন করে। মুক্তিযুদ্ধ চলাকালে পাক হানাদার বাহিনী ১৬বৈশাখ জগৎপুর গ্রামে হানা দিয়ে গ্রামটি পুড়িয়ে দেয় এবং ৪১ জন গ্রাম বাসীকে গুলি করে হত্যা করে। ৫ জুলাই কালিবাড়ীর পাশে কাটাখালি ব্রীজ ধ্বংস করে মুক্তিযোদ্ধারা পার্শ্ববর্তী রাংগামাটিয়া গ্রামে আশ্রয় নেয়। দালালদের কাছে খবর পেয়ে পাক বাহিনী রাংগামাটিয়া গ্রামটি তিন দিক থেকে ঘিরে ফেলে। শুধু বিলের দিককটি খোলা ছিল। এখানেই সম্মুখ যুদ্ধে শহীদ হন ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা কমান্ডার নাজমুল আহসান। তাঁর লাশ আনতে গিয়ে চাচাতো ভাই আলী হুসেন ও মোফাজ্জল শহীদ হন। পরদিন রাংগামাটিয়া গ্রামে হানা দিয়ে পাক বাহিনী ৯জন গ্রামবাসীকে লাইনে দাড় করিয়ে গুলি করে হত্যা করে।

২৩ আগষ্ট মুক্তিযোদ্ধারা তাওয়াকুচা ক্যাম্প আক্রমণ করে। যুদ্ধে ৪ জন পাক সৈন্য ও ৭ জন রাজাকার নিহত হলে পাক বাহিনী ক্যাম্প ছেড়ে পিছু হটে। মুক্তিযোদ্ধারা তাওয়াকুচা ক্যাম্প দখল করে নিয়ে বাংলাদেশের পতাকা উত্তোলন করেন। ২ আগষ্ট বিকেলে জেড ফোর্স কমান্ডার মেজর জিয়াউর রহমান নকশি ক্যাম্প আক্রমনের প্রস্তুতি দেখতে এসে মুক্তিযোদ্ধাদের অবস্থান ও হাতিয়ারগুলো দেখে নেন। ৩ আগষ্ট নকশি ক্যাম্প আক্রমন করেন মুক্তিযোদ্ধারা। সেই যুদ্ধে ২৬ জন মুক্তিযোদ্ধা শহীদ ও নিখোজ হন। যুদ্ধে পাক বাহিনীর ৩৫ জন সৈন্য নিহত হয়।

২৭ নভেম্বর কমান্ডার জাফর ইকবালের নেতৃত্বে মুক্তিযোদ্ধারা ঝিনাইগাতী বাজারে রাজাকার ক্যাম্পে আক্রমণ করে ৮টি রাইফেল সহ ৮ জন রাজাকারকে ধরে নিয়ে যান। ২৮ নভেম্বর পাক আর্মি ঝিনাইগাতীতে হানা দিয়ে মুক্তিযোদ্ধা এবিএম সিদ্দিকের ছোট ভাই ওমর (১১), মুক্তিযোদ্ধা মকবুলের পুত্র খালেক (১০), আব্দুর রহমান, গোজারত মেম্বার সহ ৮ জনকে আহম্মদনগর ক্যাম্পের বধ্যভূমিতে ধরে এনে লাইনে দাঁড় করিয়ে গুলি করে হত্যা করে। পরে তাদের এক গর্তে মাটি চাপা দিয়ে দেয়।

৩ ডিসেম্বর রাত আনুমানিক দেড়টায় শালচূড়া ক্যাম্পের পাক আর্মিরা তাদের ধানুয়া কামালপুর দুর্গের পতনের সংবাদ পেয়ে পিছু হটে এবং আহম্মদনগর হেড কোর্য়ারটারের সৈনিকদের সাথে নিয়ে রাতেই মোল্লাপাড়া ও কালিবাড়ী ক্যাম্প গুটিয়ে শেরপুরে আশ্রয় নেয়। এভাবে রাতের আঁধারে বিনা যুদ্ধে ঝিনাইগাতী শত্রুমুক্ত হয় এবং ৪ ডিসেম্বর মুক্তিযোদ্ধারা মুক্ত ঝিনাইগাতীতে স্বাধীন বাংলার পতাকা উত্তোলন করেন। সেই থেকে প্রতি বছর ৪ডিসেম্বর ঝিনাইগাতী মুক্ত দিবস পালন করা হয়।

এই ক্যাটাগরি থেকে আরো দেখুন...

আজ ৭ ডিসেম্বর শেরপুর মুক্ত দিবস

নিজস্ব প্রতিনিধি :   ৭ ডিসেম্বর শেরপুর জেলার জন্য মুক্তিযুদ্ধের গৌরবোজ্জ্বল ও স্মরণীয় দিন। ১৯৭১ সালের এই দিনে শত্রুমুক্ত হয় শেরপুর। মুক্ত শেরপুরে এদিন মুক্তিযোদ্ধা ও ভারতীয় মিত্র বাহিনীর সর্বাধিনায়ক…

বিস্তারিত পড়ুন...

আজ ৬ ডিসেম্বর শেরপুরের শ্রীবরদী উপজেলা মুক্ত দিবস

  দৈনিক শেরপুর রিপোর্ট :   আজ ৬ ডিসেম্বর শুক্রবার শেরপুর জেলার শ্রীবরদী উপজেলা মুক্ত দিবস। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে মিত্র বাহিনীর তীব্র আক্রমণে টিকতে না পেরে আজকের এই দিনে…

বিস্তারিত পড়ুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

খেলার খবর

শেরপুরে অনুর্ধ-১৭ জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন   

শেরপুরে অনুর্ধ-১৭ জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন   

নকলায় সরকারি কর্মকর্তা-কর্মচারী ও সন্তানদের ক্রীড়া প্রতিযোগিতা

নকলায় সরকারি কর্মকর্তা-কর্মচারী ও সন্তানদের ক্রীড়া প্রতিযোগিতা

শেরপুরে ফুটবল খেলোয়াড় বাছাই প্রতিযোগিতা অনুষ্ঠিত  

শেরপুরে ফুটবল খেলোয়াড় বাছাই প্রতিযোগিতা অনুষ্ঠিত  

শেরপুরে ক্রিকেট প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

শেরপুরে ক্রিকেট প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

শেরপুর সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

শেরপুর সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

ভুটানকে ৭-১ গোলে হারিয়ে সাফ ফুটবলের ফাইনালে বাংলাদেশ 

ভুটানকে ৭-১ গোলে হারিয়ে সাফ ফুটবলের ফাইনালে বাংলাদেশ