![](https://dainiksherpur.com/wp-content/uploads/2024/10/e45c28ab9e2fd80b1bca3b4705b8ade2fc4c75716c8e42462.jpg)
সংগৃহীত ছবি :
অনলাইন ডেস্ক :
ইরানে ইসরায়েলের ব্যাপক হামলার কয়েক ঘণ্টা না যেতেই পালটা হামলা শুরু হয়েছে। ইসরায়েলে হামলা চালিয়েছে ইরানের প্রক্সি গ্রুপ সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ।
বিজ্ঞাপন
আজ শনিবার (২৬ অক্টোবর) ইসরায়েলের বিভিন্ন ঘাঁটি ও আবাসিক এলাকায় হামলা চালিয়েছে তারা। ড্রোন, রকেট ও প্রজেক্টাইল দিয়ে এই হামলা চালানো হয়।
বিজ্ঞাপন
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, অক্টোবরের ক্ষেপণাস্ত্র হামলা ও তেল আবিবে তেহরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর মাসব্যাপী হামলার জবাবে ইরানে হামলা চালিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। শনিবারের এই হামলায় ৪জন ইরানি সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে ইরান।