সংগৃহীত ছবি
অনলাইন ডেস্ক :
শনিবার ভোর থেকে ইরানের একাধিক সামরিক স্থাপনায় হামলা শুরু করে ইসরায়েল। এর কয়েক ঘণ্টার মাথায় হামলা চালানো শেষ বলে জানিয়েছে তারা। এ নিয়ে এখন উত্তপ্ত বিশ্বরাজনীতি।
বিজ্ঞাপন
ইসরায়েলে সম্ভাব্য পালটা হামলা না চালাতে ইরানকে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। ইরানে ইসরাইলের হামলার পর মার্কিন প্রতিরক্ষা বিভাগ থেকে এক বিবৃতি দেয়া হয়েছে। এতে ইসরাইলের প্রতি ‘দৃঢ় প্রতিশ্রুতি’ পুনর্ব্যক্ত করেছে যুক্তরাষ্ট্র।
ইরানের সরকারি সংবাদমাধ্যম একটি ভিডিয়ো ফুটেজ প্রকাশ করে দাবি করেছে, ইসরায়েলি ক্ষেপণাস্ত্রের অধিকাংশই সফল ভাবে ধ্বংস করেছে তাদের ‘এয়ার ডিফেন্স সিস্টেম’। তবে একই সঙ্গে ইসরায়েলে পালটা হামলার হুঁশিয়ারি দিয়েছে তেহরান। শনিবারই ইরান থেকে পালটা হামলার হুঁশিয়ারি আসে।
বিজ্ঞাপন
ইরানের সংবাদমাধ্যম তাসনিমের হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে, ‘আমরা সমানুপাতিক প্রতিশোধ নেব।’ তার পরেই ইরানকে কড়া হুঁশিয়ারি দিল আমেরিকা। এ বার ইরানকে দমিয়ে রাখতে এই পালটা হুঁশিয়ারি দিল আমেরিকা।
ইরানে হামলার বিষয়ে অবগত রয়েছে বলে মার্কিন প্রতিরক্ষা বিভাগের সদর দপ্তর পেন্টাগনের পক্ষ থেকে বলা হয়েছে, ইরানে চালানো ইসরায়েলি বিমান হামলার সঙ্গে তারা জড়িত নেই।
যুক্তরাষ্ট্র জানিয়েছে, প্রেসিডেন্ট জো বাইডেন এই ঘটনা গভীরভাবে পর্যবেক্ষণ করছেন। রয়টার্স বলেছে, মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমালা হ্যারিসকেও ইসরায়েলি হামলা সম্পর্কে অবহিত করা হয়েছে।
‘ইরান এবং সন্ত্রাসী বাহিনীর’ হুমকির মুখে মার্কিন কর্মীদের এবং ইসরাইল ও এই অঞ্চলজুড়ে অংশীদারদের রক্ষা করার চেষ্টা জোরদার করবে যুক্তরাষ্ট্র।’
শনিবার (২৬ অক্টোবর) মার্কিন প্রতিরক্ষা বিভাগ থেকে এক বিবৃতি জারি করা হয়। বিবৃতিতে বলা হয়, মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন ইসরাইলের সঙ্গে ইরানে হামলার বিষয়ে ‘আপডেট পেতে’ কথা বলেছেন। সেইসঙ্গে ইসরাইলের নিরাপত্তা এবং আত্মরক্ষার অধিকারের প্রতি যুক্তরাষ্ট্রের দৃঢ় প্রতিশ্রুতি পুনর্নিশ্চিত করছে পেন্টাগন।
এতে আরও বলা হয়, ‘ইরান এবং সন্ত্রাসী বাহিনীর’ হুমকির মুখে মার্কিন কর্মীদের এবং ইসরাইল ও এই অঞ্চলজুড়ে অংশীদারদের রক্ষা করার চেষ্টা জোরদার করবে যুক্তরাষ্ট্র।
এদিকে ইরানে সামরিক লক্ষ্যবস্তুতে ইসরাইলি বোমা হামলার পর রাশিয়া শনিবার সতর্ক করেছে যে, ইরান ও ইসরাইলের মধ্যে বৈরিতার ফলে ‘বিস্ফোরক উত্তেজনা বৃদ্ধি’ নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার ঝুঁকি রয়েছে।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা এক বিবৃতিতে বলেছেন যে তিনি এই অঞ্চলে ‘চলমান বিস্ফোরক উত্তেজনা বৃদ্ধি’তে উদ্বিগ্ন’।
বিবৃতিতে তিনি বলেন, ‘আমরা সংশ্লিষ্ট সকল পক্ষকে সংযম প্রদর্শন, সহিংসতা বন্ধ করতে এবং সকল ঘটনাবলিকে বিপর্যয়কর পরিস্থিতিতে পরিণত হওয়া ঠেকানোর আহ্বান জানাই। ইরানকে প্রতিশোধমূলক পদক্ষেপ নিতে উসকানি দেয়া বন্ধ করা এবং অনিয়ন্ত্রিত উত্তেজনা বৃদ্ধির আবর্ত থেকে বেরিয়ে আসা প্রয়োজন।’
এএফপি জানায়- রুশ প্রেসিডেন্ট পুতিন বলেন, ‘ইসরাইল ও ইরানের মধ্যে সংঘর্ষের মাত্রা তীব্রভাবে বেড়েছে। এটি একটি চেইন প্রতিক্রিয়ার কথা স্মরণ করিয়ে দেয় এবং পুরো মধ্যপ্রাচ্যকে পূর্ণ মাত্রায় যুদ্ধের দ্বারপ্রান্তে উপনীত করেছে।’