আন্তর্জাতিক ডেস্ক ।।
গত ৭ অক্টোবর গাজা উপত্যকায় শুরু হওয়া ইসরাইলি আগ্রাসনের ৯ মাস অতিক্রান্ত হয়েছে। কিন্তু কার্যত ইসরাইলি সেনাদের উল্লেখযোগ্য অর্জন নেই। বরং সামরিক সরঞ্জাম সরবরাহ সহ সেনা রক্ষণাবেক্ষণে তাদের সংকট বাড়ছে।
সম্প্রতি ইসরাইলি টেলিভিশন চ্যানেল সেভেন-এর প্রতিবেদনে বলা হয়েছে, এ পর্যন্ত ৮ হাজার ৬৬৩ জন সেনা আহতসহ ইসরাইলি সেনাবাহিনীতে পঙ্গু সদস্যের সংখ্যা ৭০ হাজার ছাড়িয়ে গেছে। এদের মধ্যে শতকরা ৩৫ ভাগ সেনা মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছে এবং শতকরা ২১ ভাগ সেনা শারীরিকভাবে মারাত্মক আহত হয়ে চিকিৎসা নিচ্ছেন। আহতদের ৯৫ শতাংশ পুরুষ। তাদের মধ্যে শতকরা ৭০ শতাংশ রিজার্ভ সেনা।
ইসরাইল সরকারের যুদ্ধ মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, চলতি বছরের শেষ নাগাদ আরও প্রায় ২০ হাজার আহত সেনাকে চিকিৎসা দেওয়ার জন্য প্রস্তুতি নেয়া হচ্ছে।
উল্লেখ্য, গত বছরের ৭ অক্টোবর ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী ইসরাইলের অভ্যন্তরে ‘আল-আকসা তুফান’ নামে অভিযান শুরু করে। ইসরাইল ওই পরাজয়ের গ্লানি মেটাতে যুক্তরাষ্ট্রসহ তাদের পশ্চিমা মিত্রদের সহায়তা নিয়ে নিরীহ গাজাবাসীর ওপর নির্মম বোমাবর্ষণ শুরু করে। তাদের আকাশ, সমুদ্র ও স্থল অভিযানে এ পর্যন্ত নারী-শিশুসহ ৩৭ হাজার ৪০০ বেসামরিক ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ৮৬ হাজার ফিলিস্তিনি।