নিজস্ব প্রতিনিধি :
শেরপুরের নালিতাবাড়ীতে ৬৫০ বোতল আমদানি নিষিদ্ধ ভারতীয় মদ সহ ওয়াসিম নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত ওয়াসিম নালিতাবড়ী উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের আন্দারুপাড়া গ্রামের ইদ্রিস আলীর ছেলে।
আজ রোববার (৫ জানুয়ারি) ভোর সাড়ে চারটার দিকে উপজেলার ভারত সীমান্তঘেঁষা পাহাড়ি গ্রাম খলচান্দা কোচপল্লীতে অভিযান চালিয়ে খলচান্দা কোচপল্লী ‘আলোর ঘর’ স্কুলের সামনে থেকে ওই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এসময় তার হেফাজত থেকে আনুমানিক সাত লাখ টাকা মূল্যের ৬৫০ বোতল ভারতীয় মদ জব্দ করেছে থানা পুলিশ।
পুলিশ জানায়, খলচান্দা কোচপল্লী হয়ে ভারত হতে চোরাই পথে একটি মাকদের চালান আসবে এমন গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিবাগত রাতে ওই এলাকায় অবস্থান নেয় পুলিশ। রোববার ভোর সাড়ে চারটার দিকে চোরাচালানিরা কার্টনভর্তি ভারতীয় ‘ওলড মনক’ ব্র্যান্ডের আমদানি নিষিদ্ধ ৬৫০ বোতল মদ নিয়ে আসছিল। এসময় তাদের চ্যালেঞ্জ করলে বস্তাভর্তি মদের কার্টন ফেলে দৌড়ে পালানোর সময় মাদক ব্যবসায়ী ওয়াসিমকে হাতেনাতে আটক করা হয়। পরে ওয়াসিমসহ জড়িতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নালিতাবাড়ী থানায় মামলা দায়ের করা হয়।
এ বিষয়ে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা বলেন, ‘গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী ওয়াসিমকে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ড আবেদন সহ দুপুরে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।