দৈনিক শেরপুর ডেস্ক :
শেরপুরের নালিতাবাড়িতে অবৈধ বালু মহালে দিনব্যাপী মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে। ৩১ ডিসেম্বর (মঙ্গলবার) উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের চারালি ব্রিজ থেকে কালাকুমা বাজার পর্যন্ত ভোগাই নদীতে এ অভিযান পরিচালনা করা হয়।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, নালিতাবাড়ী উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার ববি এবং সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: আনিসুর রহমান এর নেতৃত্বে এ মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।
উপজেলার ভোগাই নদীর পাড় ভেঙে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের বিরুদ্ধে মঙ্গলবার সকাল ১০ টা হতে রাত ১১ টা পর্যন্ত চলে এ অভিযান।
অভিযানে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা (সংশোধন) আইন, ২০২৩ অনুসারে একজনকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়। এ সময় জব্দ করা হয়েছে ৩ টি ট্রাক, ৩০ টি ড্রেজার মেশিন এবং ৩০ টি পাম্প। এছাড়াও বালু উত্তোলনের ১৪ টি স্থাপনা/মাচা ধ্বংস করা সহ অসংখ্য পাইপ ও অন্যান্য বালু উত্তোলনের সরঞ্জামাদি অপসারণ করা হয়েছে। অবৈধ বালুর বিষয়ে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে জেলা প্রশাসন।