দৈনিক শেরপুর রিপোর্ট :
শেরপুরে যাত্রীবাহী বাসের সাথে সিএনজির মুখোমুখি সংঘর্ষে ৬ জন নিহতের ঘটনায় পালিয়ে যাওয়া বাসচালক মো. সুমন (৩৪) কে গ্রেফতার করেছে র্যাব।
র্যাব-১৪, জামালপুর ও র্যাব-১, উত্তরা এর যৌথ অভিযানে রাজধানী ঢাকার উত্তরা পূর্ব থানা এলাকা হতে গ্রেফতার হয় ঘাতক বাসচালক মো. সুমন। সুমন জামালপুর জেলার ইসলামপুর উপজেলার দিঘীর চর গ্রামের মো. আব্দুল মোতালেবের ছেলে।
উল্লেখ্য যে, গত ২৯ ডিসেম্বর সকাল এগারোটায় শেরপুর সদর থানার ভাতশালা এলাকায় শেরপুর টু ঢাকা মহাসড়কে সিএনজি ও বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি ড্রাইভার ও ৫ যাত্রীর সকলেই নিহত হন। এ ঘটনায় নিহত সিএনজি চালক এর ছেলে মো. জিহাদ মিয়া (১৮) বাদী হয়ে ওইদিনই শেরপুর সদর থানায় সড়ক পরিবহণ আইনে মামলা দায়ের করেন। এ ঘটনায় ছায়া তদন্তে নামে র্যাব-১৪, জামালপুর। এরই ধারাবাহিকতায় ৩০ ডিসেম্বর ২০২৪ রাত ১৯.১০ ঘটিকায় রাজধানী ঢাকার উত্তরা পূর্ব থানার ৮নং সেক্টর এলাকা হতে ঘাতক বাস চালক আসামি মো. সুমনকে গ্রেফতার করে র্যাব। আটক আসামিকে শেরপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
আজ দুপুরে র্যাব ১৪ জামালপুর ক্যাম্পের মিডিয়া অফিসার সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. নাজমুল ইসলাম, পিপিএম-সেবা এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন।