নিজস্ব প্রতিনিধি :
শেরপুর জেলা কারাগার থেকে পলাতক আব্দুল বারেক (৪৫) নামে মাদক মামলার এক আসামিকে শেরপুর জেলার শহরের খরমপুর এলাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাব-১৪। তিনি শেরপুর শহরের চাপাতলি মহল্লার মকবুল ড্রাইভারের ছেলে।
র্যাব ১৪ সিপিসি ১ মিডিয়া অফিসার ও সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ নাজমুল ইসলাম রবিবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
র্যাব জানায়, গত ৫ আগস্ট বিকালে শেরপুর জেলা কারাগারে কয়েক হাজার দুষ্কৃতিকারী আক্রমন করে বিবিধ স্থাপনার ক্ষয়ক্ষতি সাধন করে। সেইসাথে দুষ্কৃতিকারীরা কারাগারে আটক সাজাপ্রাপ্ত ও বিচারাধীন বিভিন্ন মামলার ৫ শ ১৮ জন হাজতি ও কয়েদীকে পালাতে সহায়তা করে। এসব জেল পলাতক আসামিদের আটক অভিযান শুরু করেছে র্যাব। এরই ধারাবাহিকতায় ১৪ ডিসেম্বর রাত সাড়ে এগারোটায় শেরপুর জেলা শহরের খরমপুর এলাকায় অভিযান চালিয়ে মাদক মামলার আসামি আব্দুল বারেককে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আব্দুল বারেককে শেরপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।