নিজস্ব প্রতিনিধি :
শেরপুর সদরে সেনা সদস্য ওয়াসিম আকরাম (২৬) হত্যা মামলার প্রধান আসামি মো. রঞ্জু মিয়া (৩৩) ও হামিদ মিয়া (৫০) নামে আরও দুই আসামিকে কেগ্রেফতার করেছে র্যাব-১৪।
শুক্রবার (১৩ ডিসেম্বর) সকাল ০৭.১০ ঘটিকায় জামালপুর জেলার মেলান্দহ থানাধীন আমডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে আসামি রঞ্জু মিয়া (৩৩) কে গ্রেফতার করে র্যাব-১৪, সিপিসি-১, জামালপুর। এছাড়াও বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) রাত ২১.৩০ ঘটিকায় র্যাব-১৪, জামালপুর এবং র্যাব-১১, নারায়ণগঞ্জ এর যৌথ অভিযানে নারায়ণগঞ্জের বন্দর থানার পল্লি বিদ্যুৎ মোড় হতে হামিদ মিয়া (৫০) কে গ্রেফতার করা হয়।
র্যাব- ১৪, জামালপুর ক্যাম্পের পৃথক দুটি প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে র্যাব জানায়, গত ২ ডিসেম্বর সকাল ১০ টায় জমিজমা সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে শেরপুর সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের চরশেরপুর প্রাথমিক বিদ্যালয়ের মাঠে সেনা সদস্য ওয়াসিম আকরাম (২৬) কে তার চাচা-জ্যাঠা ও চাচাতো ভাইসহ অন্যান্য আসামিগণ পথরোধ করে উপর্যুপরি কুপিয়ে গুরুতর জখম করে। পরে তাকে শেরপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ওয়াসিম আকরামকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের ছোট ভাই মো. জসিম উদ্দিন বাদী হয়ে শেরপুর সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ধৃত আসামীদেরকে শেরপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।