নিজস্ব প্রতিনিধি :
শেরপুর সদরে সেনা সদস্য ওয়াসিম আকরাম (২৬) হত্যা মামলার দুইজন আসামি মো. নাজিম উদ্দিন (৩৫) ও মো. সমেজ উদ্দিন (৬০)কে গ্রেফতার করেছে র্যাব-১৪। আসামি নাজিম উদ্দিন শেরপুর জেলার সদর উপজেলার চরশেরপুর নিজপাড়া গ্রামের মৃত সোহরাব আলীর ছেলে। সমেজ উদ্দিন ওই গ্রামের মৃত ইব্রাহীম মণ্ডলের ছেলে।
র্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্প এবং র্যাব-১১, সিপিসি-১, নারায়ণগঞ্জ এর যৌথ অভিযানিক দল ৯ ডিসেম্বর রাত সাড়ে সাতটায় নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জের ঢাকেশ্বরী বাসস্ট্যান্ড গোদনাইন এলাকায় অভিযান পরিচালনা করে নাজিম উদ্দিনকে গ্রেফতার করে।
এদিকে র্যাব-১৪ জামালপুর ক্যাম্পের অপর একটি অভিযানিক দল ১০ ডিসেম্বর রাত ০০.১৫ টায় শেরপুর সদর থানার সাজিপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে আসামি মো. সমেজ উদ্দিন (৬০) কে গ্রেফতার করে।
আজ মঙ্গলবার র্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের পৃথক দুটি প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
র্যাব জানায়, গত ২ ডিসেম্বর সকাল দশটার দিকে জমিজমা সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে শেরপুর সদর উপজেলার চর শেরপুর প্রাথমিক বিদ্যালয় মাঠে পৌঁছামাত্র সেনা সদস্য ওয়াসিম আকরামকে আসামীরা পথরোধ করে দেশীয় ধারালো অস্ত্র দ্বারা কুপিয়ে গুরুতর জখম করে। পরে শেরপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ওয়াসিম আকরামকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের ছোট ভাই মো. জসিম উদ্দিন বাদী হয়ে শেরপুর সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
ঘটনার পর র্যাব-১৪, জামালপুর ক্যাম্প ছায়াত দন্ত শুরু করে এবং জড়িতদের আইনের আওতায় আনার কার্যক্রম গ্রহণ করে। ধৃত আসামীদেরকে শেরপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।