ছবি : শেরপুরে নিহত সেনা সদস্য ওয়াসিম আকরামের সংগৃহীত ছবি।
নিজস্ব প্রতিবেদক :
শেরপুর সদর উপজেলার চরশেরপুর নিজপাড়া গ্রামে জমি সংক্রান্ত পূর্ববিরোধের জেরে আপন চাচাতো ভাইএর দায়ের কোপে নিহত হয়েছেন ওয়াসিম আকরাম (২৬) নামে এক সেনা সদস্য । আজ সোমবার (২ ডিসেম্বর) সকাল ১০ টার দিকে চরশেরপুর হাইস্কুল মাঠে এ ঘটনা ঘটে।
নিহত ওয়াসিম আকরাম শেরপুর সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের চরশেরপুর নিজ পাড়া গ্রামের হাসান আলীর ছেলে।
নিহতের স্বজন ও স্থানীয়রা জানায়, সদর উপজেলার চরশেরপুর নিজ পাড়া গ্রামের হাসান আলীর ছেলে ওয়াসিম আকরাম দীর্ঘ ছয় বছর হতে বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত রয়েছেন। গত ছয়মাস আগে শেরপুর পৌরসভার বারাক পাড়া মহল্লায় বিয়ে করেছেন তিনি। তিনদিন আগে ছুটিতে গিয়ে প্রথমে শ্বশুর বাড়িতে যান তিনি।
গত দুইদিন শ্বশুর বাড়িতে থাকার পর নিজের বাড়িতে গিয়ে আজ সকালে তার বাবার সাথে ধান কাটতে যান ওয়াসিম আকরাম। ধান নিয়ে বাড়ি ফেরার পথে চরশেরপুর হাইস্কুল মাঠে তার চাচাতো ভাইয়েরা ওয়াসিম আকরামকে দা দিয়ে পিছন থেকে কোপ দেয়। পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট শেরপুর জেলা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেলে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শেরপুর জেলা হাসপাতালের মেডিকেল অফিসার ডা. আহসান উল মতিন সৈকত ওয়াসিম আকরামের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, আমার ওনার ডেডবডি পেয়েছি। সুরতহাল রিপোর্ট করে ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে। তার ঘাড়ে কোপের চিহ্ন পাওয়া গেছে।
এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযান চলমান রয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন অভিযোগ দেয়া হয়নি।