নিজস্ব প্রতিবেদক :
শেরপুর জেলার ঝিনাইগাতীতে ২৪ বোতল ভারতীয় বিয়ারসহ মো. জব্বার মিয়া (১৯) নামে এক মাদক কারবারি‘কে গ্রেফতার করেছে র্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্প। জব্বার মিয়া জেলার নালিতাবাড়ী উপজেলার পশ্চিম সমচুরা গ্রামের বাসিন্দা।
আজ রবিবার (০১ ডিসেম্বর) র্যাবের মাদকবিরোধী অভিযানে বিকাল চারটায় ঝিনাইগাতী উপজেলার রাংটিয়া এলাকা হতে মো. জব্বার মিয়াকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ২৪ (চব্বিশ) বোতল ভারতীয় বিয়ার উদ্ধার করে র্যাব।
আজ রাতে র্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের মিডিয়া অফিসার সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. নাজমুল ইসলাম, পিপিএম-সেবা এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান। এ ঘটনায় ঝিনাইগাতী থানায় মামলা দায়ের ও আলামত আসামিকে হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।