নিজস্ব প্রতিনিধি :
শেরপুর জেলা কারাগার থেকে পলাতক মাদক মামলার হাজতি আশিকুজ্জামান পলাশ (৪৩)’কে আটক করেছে র্যাব। বুধবার (১৪ নভেম্বর) সন্ধ্যা ছয়টার দিকে শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার ভায়াডাঙ্গা এলাকা হতে আশিকুজ্জামানকে আটক করে র্যাব।
র্যাব-১৪, সিপিসি-১, জামালপুর কোম্পানির একটি অভিযানিক দল
র্যাব-১৪, সিপিসি-১, জামালপুর কোম্পানির মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মো. আব্দুল হাই চৌধুরী এক প্রেস বিজ্ঞপ্তিতে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
র্যাব জানায়, শেরপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গত ৫ আগস্ট বিকাল চারটায় দিকে কয়েক হাজার দুষ্কৃতিকারীরা শেরপুর জেলা কারাগারে আক্রমণ করে। এসময় তারা বিভিন্ন স্থাপনার ক্ষয়ক্ষতি করে এবং কারাগারে আটক ৫১৮ জন হাজতি ও কয়েদীদেরকে পালাতে সহায়তা করে। এরপর থেকে আসামিদের আটক করতে অভিযানে নামে র্যাব। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে শ্রীবরদীর ভায়াডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে আত্মগোপনে থাকা আশিকুজ্জামান পলাশকে আটক করে র্যাব।
ধৃত হাজতি‘কে শেরপুর জেলার শ্রীবরদী থানায় হস্তান্তর করা হয়েছে। জেল পলাতক এসব হাজতি ও কয়েদিদের বিরুদ্ধে র্যাবের জোড় অভিযান অব্যাহত থাকবে।